Wellcome to National Portal
Main Comtent Skiped

Vission & Mission

         ভিশন ও মিশনঃ

         প্রতিটি প্রতিষ্ঠানের কাজকর্ম পরিচালিত হয় একটি ভিশন এবং মিশনকে কেন্দ্র করে। এ কারণে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভিশন এবং মিশনকে সার্থকরুপে পরিপূর্ণ করার লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যালয়গুলো কার্যক্রম পরিচালিত করে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনি গণতন্ত্রে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে পরিনত করা। বাংলাদেশ সংবিধান কর্তৃক অর্পিত সকল নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের পথ সুদৃঢ় করা।

         এছাড়া, নির্বাচন কমিশনের প্রতি বিদ্যমান দৃঢ় আস্থা এবং কমিশনের বর্তমান স্বাধীনতাকে ভিত্তি করে এই অবস্থানকে আরও সুসংহতকরণ, একটি সঠিক ও নির্ভূল ভোটার তালিকা প্রণয়ন ও সংরক্ষণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, সকল অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য পেশাগত সক্ষমতা বৃদ্ধি, গণতান্ত্রিক সংস্কৃতিকে সমর্থন, নির্বাচন কমিশনের সকল কর্মকান্ডে আদর্শ সুশাসন পদ্ধতি চর্চা, নির্বাচন প্রক্রিয়া ও সক্ষমতা উন্নয়ন, নির্বাচন সংক্রান্ত সকল দায়িত্ব পালনের জন্য নিজস্ব সক্ষমতা ও দক্ষতা সৃষ্টি, নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সমন্বয় ও ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি, নির্বাচন কমিশনের যোগাযোগ ভূমিকা ও সক্ষমতার আধুনিকায়ন। জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে সেবা সহজীকরন।